আন্তর্জাতিক ই-পাসপোর্ট ইস্যু, নবায়ন, সংযোজন ও সংশোধন এবং এইদেশে আগত বিদেশী নাগরিকদের ভিসার আবেদনপত্র গ্রহন ও ভিসার মেয়াদ বৃদ্ধি করা।
ই-পাসপোর্টের On Line আবেদনপত্র গ্রহন করিয়া Interview, Bio Enrolment , All Document Scanপুলিশ তদন্তে প্রেরন করা হয়। পুলিশ তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পাদনান্তে On Line এ পাসপোর্ট প্রদানের জন্য এ্যাপ্রোভাল দিয়া ঢাকায় প্রেরন করা হয়। ঢাকায় পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট বহি প্রিন্ট হয় এবং তাহা ডাকযোগে অত্র কার্যালয়ে প্রেরন করা হয়। ই-পাসপোর্ট পাওয়ার পর তাহা কম্পিউটারে এন্ট্রি করিয়া আবেদনকারীর নিকট বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস