Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter: Regional Passport Office, Noakhali

 

 

আবেদনের প্রকৃতি

করনীয়

ফি / টাকা

শ্রেণি

সময়সীমা

মন্তব্য

নতুন ১/২ বছর উর্ত্তীণ পাসপোর্টের ক্ষেত্রে

মেশিন রিডেবল পাসপোর্টের জন্য ০২ (দুই) কপি সত্যায়িত আবেদনপত্র (ডিআইপি ফরম-১) জমা দিতে হবে। যেমন-জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সনদ/কাগজপত্র।

৬,৯০০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

যথাসময়ে পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

অনুকুল পুলিশ প্রতিবেদন পাওয়া না গেলে পাসপোর্ট ইস্যু হবে না।

৩,৪৫০/-

ভ্যাটসহ

সাধারণ (Regular)

যথাসময়ে পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। (সম্ভাব্য সময়)

১০ বছর উর্ত্তীণ কিন্তু ১২ বছরের অধিক নয় এমন সমর্পনকৃত পাসপোর্টের ক্ষেত্রে

এক প্রস্থ আবেদনপত্র (ডিআইপি ফরম-১) জমা দিতে হবে। তবে ক্ষেত্র বিশেষে তদন্তের প্রয়োজন হলে ০২ (দুই) কপি আবেদনপত্র জমা দিতে হবে।

৬,৯০০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

তবে ক্ষেত্র বিশেষে তদন্তের প্রয়োজন হলে ০২ (দুই) কপি আবেদনপত্র (ডিআইপি ফরম-১) জমা দিতে এবং পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট ইস্যু করা হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

সাধারণ (Regular)

আবেদনপত্র জমা হওয়ার ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

হারানো (MRP) পাসপোর্টের বিপরীতে পাসপোর্ট প্রাপ্তি ক্ষেত্রে

জিডি কপিসহ আবেদনপত্র (ডিআইপি ফরম-২) এক প্রস্থ জমা দিতে হবে।

৬,৯০০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

পুরাতন রেকর্ড যাচাই করে সঠিক পাওয়া গেলে (Loss Circular জারী সাপেক্ষে) হারানো পাসপোর্টের বিপরীতে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে। তবে ক্ষেত্র বিশেষে তদন্তের প্রয়োজন হলে অতিরিক্ত এক প্রস্থ আবেদনপত্র (ভিআইপির ফরম-১) জমা দিতে হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

সাধারণ (Regular)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

সরকারী কর্মকর্তা, কর্মচারী ও তাদেও স্বামী/স্ত্রী সহ ১৫ বছরের কম বয়সের সন্তান, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রয়ত্ব সংস্থায় কর্মরত স্থায়ী কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর প্রধানের নিকট হতে নির্ধারিত ফরমে এনওসি (NOC Form) (www.dip.gov.bd অফিসে পাওয়া যাবে) সহ এক প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে। উল্লেখ্য যে, NOC ইস্যুর তারিখ হতে ০৬ মাস পর্যন্ত তা গ্রহনযোগ্য হবে। পাসপোর্ট Re-issue এর ক্ষেত্রে NOC প্রযোজ্য।  NOC তে অবশ্যই টেলিফোন নম্বর, ওয়েব এ্যড্রেস এবং ই-মেইল এ্যড্রেস ইত্যাদি উল্লেখ থাকতে হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

১। কর্মকর্তা/কর্মচারীর জন্য NOC এর মূল কপি এবং সরকারী কর্মকর্তা/কর্মচারী স্বামী/স্ত্রী ও ১৫ বছরের কম বয়সী সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ সংস্থার স্মারক নম্বর সম্বলিত পত্র/ প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে।

২। সরকারী আদেশের (GO) প্রেক্ষিতে অফিসিয়াল পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে ফি প্রযোজ্য নয়।

৩। NOC/GO ইস্যুকারী সংস্থা/ প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ প্রদর্শিত থাকতে হবে।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বামী/স্ত্রীর ক্ষেত্রে

শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/কর্মচারীর পেনশন অর্ডার/পেনশন বহির সত্যায়িত কপি সহ এক প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে। তাদের স্বামী/ স্ত্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা/প্রতিষ্ঠানের স্মারক নম্বর সম্বলিত পত্র/প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

 

সেনা/নৌ/বিমান বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে

সেনা গোয়েন্দা সংস্থার সুপারিশ/ছাড়পত্র থাকতে হবে

৩,৪৫০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

 

রি-ইস্যু পাসপোর্ট তথ্য পরিবর্তন/ সংশোধনের ক্ষেত্রে পাসপোর্ট (এমআরপি) ইস্যুর তারিখ হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন করলে

০১ (এক) কপি তথ্য পরিবর্তন/সংশোধন আবেদনপত্রে (ডিআইপি ফরম-২) আবেদন করতে হবে, পরিবর্তিত তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদির (যেমন-জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে বোর্ডের সনদ/ হলফনামা ইত্যাদি) কপি জমা দিতে হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

১। তথ্যাদি পূর্ববর্তী রেকর্ড যাচাই পূর্বক সঠিক হতে হবে।

২। তবে ক্ষেত্র বিশেষে তদন্তের প্রয়োজন হলে ০২ (দুই) কপি আবেদনপত্র (ডিআইপি ফরম-১) জমা নিতে হবে এবং তদন্ত রিপোর্ট অনুকূল প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট ইস্যু হবে।

৩। এমআরপি ইস্যুও তারিখ হতে ৩০ দিনের মধ্যে রি-ইস্যু’র আবেদন করলে ৩,৪৫০/- এ জরুরী সুবিধা পাওয়া যাবে।

রি-ইস্যু পাসপোর্ট তথ্য পরিবর্তন/ সংশোধনের ক্ষেত্রে পাসপোর্ট (এমআরপি) ইস্যুর তারিখ হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন করলে

০১ (এক) কপি তথ্য পরিবর্তন/সংশোধন আবেদনপত্রে (ডিআইপি ফরম-২) আবেদন করতে হবে, পরিবর্তিত তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদির (যেমন-জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে বোর্ডের সনদ/ হলফনামা ইত্যাদি) কপি জমা দিতে হবে।

৬,৯০০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

১। তথ্যাদি পূর্ববর্তী রেকর্ড যাচাই পূর্বক সঠিক হতে হবে।

২। তবে ক্ষেত্র বিশেষে তদন্তের প্রয়োজন হলে ০২ (দুই) কপি আবেদনপত্র (ডিআইপি ফরম-১) জমা নিতে হবে এবং তদন্ত রিপোর্ট অনুকূল প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট ইস্যু হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

সাধারণ (Regular)

আবেদনপত্র জমা হওয়ার ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

রি-ইস্যু পাসপোর্ট হারানো গেলে/ ব্যবহারের অনুপোযুক্ত হলে

০১ (এক) কপি তথ্য পরিবর্তন/সংশোধন আবেদনপত্রে (ডিআইপি ফরম-২) আবেদন করতে হবে, সঙ্গে প্রয়োজনীয় দলিলাদির (যেমন-জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, জিডি, প্রযোজ্য ক্ষেত্রে হলফনামা ইত্যাদি) কপি জমা দিতে হবে।

৬,৯০০/-

ভ্যাটসহ

জরুরী

(Express)

আবেদনপত্র জমা হওয়ার ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে পূর্ববর্তী কোন তথ্যের পরিবর্তন করা যাবে না।

২। দাখিলকৃত যে কোন সনদের মূলকপি কর্তৃপক্ষ দেখতে চাইলে তা দেখাতে হবে এবং পূর্ববর্তী রেকর্ডের সঙ্গে যাচাই পূর্বক সঠিক হতে হবে।

৩। তবে ক্ষেত্র বিশেষে তদন্তের প্রয়োজন হলে ২ (দুই) কপি আবেদনপত্র (ডিআইপি ফরম-১) জমা দিতে হবে এবং অনুকূল তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট ইস্যু হবে।

৩,৪৫০/-

ভ্যাটসহ

সাধারণ (Regular)

আবেদনপত্র জমা হওয়ার ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে (সম্ভাব্য সময়) ।

 

সম্মানিত আবেদনকারীগণের জ্ঞাতার্থেঃ

১।   আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত যে কোন সনদের/ কাগজের মূল কপি কর্তৃপক্ষ দেখতে চাইলে আবেদনকারী তা দেখাতে বাধ্য।

২।   পাসপোর্ট সংক্রান্ত যে কোন সমস্যার জন্য (যে কোন কর্ম দিবসে সকাল ১০.০০ টা হতে দুপুর ০১.০০ টার মধ্যে) পরিচালক/উপপরিচালক (কক্ষ নং-২০১) অথবা উপ সহকারী পরিচালক (কক্ষ নং-১০১) সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও প্রতি মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকা হতে দুপুর ০১.০০ ঘটিকা পর্যন্ত সেবা প্রত্যাশী জনগনের অভিযোগ সরাসরি শ্রবন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পরামর্শ প্রদান করা হয়।

৩।   সকল অবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করা বাধ্যতামূলক। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র এবং সমর্পণকৃত পাসপোর্ট এর সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করতে হবে।

৪।   যে সকল আবেদনকারীর ক্ষেত্রে ০২টি আবেদনপত্র প্রযোজ্য তাদেরকে প্রত্যেকটি আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

৫।   সোনালী ব্যাংক, মাইজদী কোর্ট, নোয়াখালী শাখা এবং ট্রাষ্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকের যে কোন শাখায় পাসপোর্টের ফিস জমা করা যায়।

৬।   নিজের কাজ নিজে করুন, অন্য লোকের শরনাপন্ন হয়ে প্রতারিত হবেন না।