Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

আন্তর্জাতিক পাসপোর্ট (এমআরপি) ইস্যু, নবায়ন, সংযোজন ও সংশোধন এবং এইদেশে আগত বিদেশী নাগরিকদের ভিসার আবেদনপত্র গ্রহন ও ভিসার মেয়াদ বৃদ্ধি করা। 

পাসপোর্টের আবেদনপত্র গ্রহন করিয়া পুলিশ তদন্তে প্রেরন করা হয়। পুলিশ তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পাদনান্তে On Line এ পাসপোর্ট প্রদানের জন্য এ্যাপ্রোভাল দিয়া ঢাকায় প্রেরন করা হয়। ঢাকায় পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট বহি প্রিন্ট হয় এবং তাহা ডাকযোগে অত্র কার্যালয়ে প্রেরন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর তাহা কম্পিউটারে এন্ট্রি করিয়া আবেদনকারীর নিকট বিতরন করা হয়।